[Fedora-Bangladesh] Re: [Ubuntu-BD] Meeting Agenda wanted

Shahriar Tariq shahriar at linux.org.bd
Tue Jan 6 13:00:43 UTC 2009


ফয়সাল ভাই
মিটিং ঠিক নয় দেখা করে কিছু কথাবার্তা বলা আরকি। ওইদিন আমরা ঠিক করি যে সামনের
মাসে আমরা কি কি করবো, কিভাবে করবো। আর কিভাবে লিনাক্স ওপেনসোর্সকে আরও জনপ্রিয়
করে তোলা যায় তার আলোচনা। এই আলোচনায় আগ্রহী যেকেউ আসতে পারেন কোন সমস্যা নেই।

ডার্কলর্ড আবারও বলছি *লিফলেট সংক্রান্ত যেকোন আলোচনা মেইলিং লিস্টের বাইরে
ব্যক্তিগত মেইলে করুন*। কিছু কারণ আছে এটার।

লেনিন ভাই আমারও মনে হয় ১৫ তারিখ বৃহঃস্পতিবার করলে ভালো হবে। (আচ্ছা শুক্রবার
করা সম্ভব?)

এঞ্জেল ভাই করতে না চাইলে কিছু করার নেই। তাহলে অন্য লিনাক্স নিয়ে আমরা করতে
পারি ওখানে। শামীম ভাইয়ের সাথে কি কথা হলো ব্যক্তিগত বার্তায় জানিও।

-- 
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://admin.fedoraproject.org/mailman/private/bangladesh-users/attachments/20090106/eeab7075/attachment.html 


More information about the bangladesh-users mailing list